বাচ্চার বয়স ও প্রস্রাবের পরিমাণের উপর নির্ভর করে, সাধারণত আমাদের প্যাড ১৫০ থেকে ২০০ মিলি ইউরিন শোষণ করতে পারে ৷ তবে প্যাড খুব বেশি ভিজে গেলে প্রস্রাব ওভার ফ্লো হওয়ার সম্ভাবনা থাকে তাই যখন প্যাড বেশি ভিজে যাবে প্যাড চেঞ্জ করে দিতে হবে
User Manual
ওয়াশেবল ডায়পার বেবিকে নরমাল প্যান্টের মতো করে পরানো যাবে। পরানোর সময় ভিতরে প্যাড দিতে হবে এবং এডজাস্টেবল বাটনের সাহায্যে এডজাস্ট করে নিতে হবে বেবির কোমর অনুযায়ী।ভালো ভাবে না পড়ালে লিকেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়। ডায়পার কভার এবং ডায়পার প্যাড ২ টাই যতবার ইচ্ছা ওয়াশ করা যাবে। একটা কাথাঁ যেমন বার বার ওয়াশ করা যায়, ঠিক ওয়াশেবল ডায়পার ও বারবার ওয়াশ করা যায়।ডায়াপার ও প্যাডগুলো ধুয়ে বারবার ইউজ করতে পারবেন এবং প্রায় বছরখানিক সময় ব্যবহার করতে পারবেন।
ওয়াশেবল ডায়পার গুলো ফ্রি সাইজের, এডজাস্টেবল বাটন রয়েছে, ডায়পারটা ৩ কেজি থেকে ২০ কেজি ওজনের বেবির জন্য বা ০-থেকে ৩ বছরের বেবির জন্য।
ইউজার মেন্যুয়ালঃ
১.কাপড়ের নতুনত্ব ধরে রাখতে সিলিকন স্প্রে করা থাকে যার কারনে পানি স্লিপ করতে পারে তাই ব্যবহার এর আগে ডায়পার ধুয়ে নিবেন।
২.দুইটি প্যাড একসাথে ইউজ করতে হবে।
৩.বাচ্চার প্রসাবের পরিমাণ বেশি হলে বা প্রস্রাব করলে প্যাড চেঞ্জ করে দিতে হবে।
৪.বোতামের সাহায্যে ফিটিংস হালকা টাইট ভাবে পড়াতে হবে যেন কোন ধরনের ফাকা না থাকে।।